যশোরে ডিবির অভিযানে গ্রেপ্তার আসামিদের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পাঁচটি পৃথক অভিযান পরিচালনা করে মাদকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। যশোরের শার্শা, বেনাপোল পোর্ট থানা, কোতোয়ালি ও চৌগাছা থানা এলাকায় ৬ মে (শনিবার) থেকে ৭ মে (রোববার) পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়।

যশোরে ডিবির অভিযানে গ্রেপ্তার আসামিদের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

গ্রেপ্তার আসামিদের নাম মুকুল হোসেন (৩২), মো. আব্দুর রহিম (৩৮), শহীদুল ইসলাম (৪৯), সাইফুল ইসলাম (৩৮), জোসনা বেগম (৩৯), মো. সাইদুর রহমান ওরফে সৈয়দ আলী (৪২) ও মো. জুবায়ের আহম্মেদ (৩৮)। তাঁদের কাছ থেকে ৫৫ বোতল ফেনসিডিল, ৯৫টি ইয়াবা এবং দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

যশোর জেলা পুলিশ জানায়, ডিবির একটি দল ৬ মে বেলা সোয়া ১টার দিকে যশোরের শার্শা থানার জামতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মুকুল হোসেনকে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। এ সময় আসামির কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে।

যশোরে ডিবির অভিযানে গ্রেপ্তার আসামিদের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে ডিবির আরেকটি দল বেনাপোল পোর্ট থানার কাগমারী গয়ড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। এর আগে ডিবির আরেকটি দল বিকেল পৌনে ৪টার দিকে যশোর কোতোয়ালি থানার এম এম কলেজ এলাকা ও সাড়ে ৪টার দিকে রেলগেট পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০টি ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজাসহ শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম ও জোসনা বেগমকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এ-সংক্রান্ত মামলা হয়েছে।
যশোরে ডিবির অভিযানে গ্রেপ্তার আসামিদের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

এদিকে ডিবির একটি দল ৭ মে দুপুর পৌনে ১২টার দিকে যশোর কোতোয়ালি থানার খড়কী কলাবাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ সাইদুর রহমানকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে কোতেয়ালি থানায় মামলা হয়েছে। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে ডিবির আরেকটি দল যশোরের চৌগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৫টি ইয়াবাসহ জুবায়ের আহম্মেদকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা হয়েছে।