গ্রেপ্তার হওয়া ছিনতাইকারী। ছবি : আরএমপি নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানা-পুলিশ। খবর আরএমপি নিউজের।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. রুবায়েত বাঁধন (২১)। তিনি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার পূর্ব মেহেরচন্ডি এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, ৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রী রিকশায় হলে ফিরছিলেন। ক্যাম্পাসের প্যারিস রোডে পৌঁছামাত্রই পেছন থেকে একটি মোটরসাইকেলে দুজন আরোহী চলন্ত অবস্থায় তাঁর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

এতে সেই ছাত্রী রিকশা থেকে পড়ে গিয়ে আঘাত পান। তাঁর ব্যাগে স্টুডেন্ট আইডি, ব্যাংকের কার্ড, মোবাইল ফোন ও টাকা ছিল।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার তুহিনের নেতৃত্বে একটি টিম আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান শুরু করেন।

পরে গতকাল রোববার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় মতিহার থানার পূর্ব মেহেরচন্ডি এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। এ সময় আসামির কাছ থেকে ছিনতাই করা সেই মোবাইল ফোন উদ্ধার হয়।

তাঁর অপর সহযোগী আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা হয়েছে।