রাজশাহীতে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া এক নারী। ছবি: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ

রাজশাহী মহানগরীতে ৪০০টি ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার পুলিশ।

গ্রেপ্তার নারী হলেন সম্পা খাতুন (২৫)। তিনি বোয়ালিয়া মডেল থানাধীন হাদির মোড় বউবাজার এলাকার মো. আশিকের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. সাজিদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আবু হায়দার ও তাঁর দল মাদকদ্রব্য উদ্ধার অভিযানে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সুলতানাবাদ মহল্লায় দুজন ইয়াবা বড়ি বিক্রির জন্য অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানা-পুলিশের ওই দল রাত পৌনে ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে সম্পা খাতুনকে ৪০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে। এ সময় অন্যজন পালিয়ে যায়।
পলাতক ওই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সম্পার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরএমপির পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের নির্দেশে রাজশাহী মহানগর এলাকাকে অপরাধমুক্ত ও মাদক চোরাচালান নির্মূল করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।