রাজশাহীতে ফেনসিডিলসহ গ্রেপ্তার মাদক কারবারি। ছবি : আরএমপি নিউজ

রাজশাহী মহানগরীতে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানা-পুলিশ। খবর আরএমপি নিউজের।

গ্রেপ্তার আসামির নাম মো. হাবিবুল বাসার ওরফে পিয়ারুল ওরফে পিয়া (৩৫)। তিনি রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

আরএমপি জানিয়েছে, মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামের তত্ত্বাবধানে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলী তুহীনের নেতৃত্বে এসআই মো. পলাশ আলী ও তাঁর টিম রোববার (২১ আগস্ট) রাতে মতিহার থানা এলাকায় বিশেষ অভিযান ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, মতিহার থানার খোঁজাপুর মধ্যপাড়ায় একজন মাদক কারবারি ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছেন।

সেই সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানা-পুলিশের ওই দল রাত সাড়ে ১১টায় সেখানে অভিযান চালিয়ে আসামি হাবিবুল বাসারকে গ্রেপ্তার করে। ওই সময় তাঁর কাছ থেকে ১৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামির নামে নগরীর মতিহার থানায় ৬টি মাদকের মামলা আছে। ফেনসিডিলসহ গ্রেপ্তারের ঘটনায় নতুন করে আরও একটি মামলা হয়েছে।