রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহ মখদুম থানা-পুলিশ। মহানগরীর বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় ৪ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে অভিযানটি পরিচালিত হয়। খবর আরএমপি নিউজের।

গ্রেপ্তার আসামিদের নাম রহিদুল ইসলাম (২০), রবিন (১৯), নাসির (১৯), রকি আহমেদ শিমুল (১৯) ও ফারহান আরাফাত (১৯)।

আরএমপি জানায়, শাহ মখদুম থানার পবা নতুনপাড়া আরডিএ মাঠের সামনে গত ২৭ অক্টোবর আরাফাত ও তার বন্ধু সাব্বিরকে অপহরণ করে মারধর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশে অভিযোগ দিয়েছিল পরিবার। ৪ এপ্রিল রাতে শাহ মখদুম থানা-পুলিশের একটি দল ডিউটি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দলটি জানতে পারে, আরাফাত ও তার বন্ধু সাব্বিরকে মারধরের ঘটনায় জড়িত আসামিরা বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে পুলিশের দলটি রাত পৌনে ৯টার দিকে বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে রহিদুল, রবিন ও নাসিরকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার করা হয় রকি ও ফারহানকে। তারা গত ১ মার্চ শাহ মখদুম থানার মোড়ে মুরগি কেনাকে কেন্দ্র করে দোকানদার নূর জামানকে মারধর করেছে বলেও অভিযোগ রয়েছে।