ভোজ্যতেলসহ আটক স্বপন। ছবি: বাংলাদেশ পুলিশ।

রাজশাহীর বাগমারা থেকে ২৬ হাজার ৭২৪ লিটার ভোজ্যতেলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল সোমবার রাত সোয়া ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

দলটি বাগমারা থানাধীন তাহেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের গোডাউন মোড়ের একটি গোডাউন থেকে ১০০ ব্যারেল ভোজ্যতেলসহ মো. শহিদুল ইসলাম স্বপন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে। ব্যারেলগুলোতে ২০ হাজার ৪০০ লিটার ভোজ্যতেল ছিল।

আটক স্বপন রমজান মাসের শুরু থেকেই তেলের দাম বাড়বে—এই চিন্তা করে তেলের মজুত করে আসছিলেন। এখন বাজারজাত করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন।

পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাগমারা থানাধীন তাহেরপুরের তেলিপাড়া এলাকা থেকে তাঁর আপন ভাই মো. রফিকুল ইসলামের গোডাউন থেকে আরও ৩১টি ব্যারেলের ৬ হাজার ৩২৪ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। উদ্ধার করা তেলের পরিমাণ ২৬ হাজার ৭২৪ লিটার । এর মধ্যে সয়াবিন তেল ১৯ হাজার ২২৪ লিটার ও সরিষার তেল ৭ হাজার ৫০০ লিটার।

স্বপনের বিরুদ্ধে বাগমারা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।