ছবি : সংগৃহীত

ইকুয়েডরে সান্তো দোমিঙ্গো শহরের একটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪৩ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৩ জন।

সোমবার (৯ মে) ভোররাতে সান্তো দোমিঙ্গো শহরের একটি কারাগারে ঘটনাটি ঘটেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাত্রিসিও কারাইও বলেছেন, দাঙ্গার পর পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ১১২ জনকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ১০৮ জন এখনো পলাতক আছেন।

আদালতের নির্দেশে এক অপরাধী দলের প্রধানকে সান্তা দোমিঙ্গের বেইয়াভিস্তা কারাগারে স্থানান্তর করার পর দে লো সাচিলাস কারাগারে দাঙ্গা শুরু হয়, তাঁকে সেখানে পাঠানোয় বন্দিদের মধ্যে উত্তেজনা শুরু হয়ে থাকতে পারে।

ইকুয়েডরের কারাগারগুলোতে মোট ৩৫ হাজার বন্দি আছে। এ সংখ্যা কারাগারগুলোর সর্বোচ্চ ধারণক্ষমতার প্রায় ১৫ শতাংশ বেশি।