রাজশাহীতে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আরএমপির পবা থানার বাগধানী ব্রিজ মোড়ে স্লুইসগেট-সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম সামিউল ইসলাম (২৮)। তাঁর বাড়ি রাজশাহী মহানগরীর কর্ণহার থানার বিলনেপালপাড়া গ্রামে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর এলাকাকে অপরাধমুক্ত রাখার পাশাপাশি মাদক-চোরাচালান নির্মূলে আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে নিয়মিত অভিযান চালায় পুলিশ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে আরএমপি ডিবির উপকমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত উপকমিশনার আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মশিয়ার রহমান, এসআই রবিউল ইসলাম ও তাঁর দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে ছিল।

অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দলটি জানতে পারে, পবা থানার বাগধানী ব্রিজ মোড়ে স্লুইসগেট-সংলগ্ন এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান নিয়েছে।

সে সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবির ওই দল বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে ওই এলাকা থেকে তাইজুলকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।