রাজশাহীতে অভিযান চালিয়ে তাস, নগদ টাকাসহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খবর আরএমপি নিউজের।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. ওয়াসিউল আলম সনেট (৩৯), মো. সোহাগ হোসেন মেরাজুল (২৫), মো. এ কে এম জোবায়ের (৫০), মো. রকি (৪০), মো. আব্দুল আহাদ ঝন্টু (৪৫), মো. হাসিবুল হাসান ডিউক (৪৮), মো. জাকির হোসেন (৪০), মো. আরাফাত আলী (৩০) ও মো. স্বপন রানা (৩৩)।

পুলিশ জানিয়েছে, আরএমপির পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের নির্দেশনায় রাজশাহীকে অপরাধমুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করতে কাজ করছে আরএমপির প্রতিটি ইউনিট। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযানে বোয়ালিয়া মডেল থানার আলুপট্টি মোড়ে এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় নয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে তাস ও নগদ অর্থ জব্দ করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।