রাজশাহী মহানগরীতে প্রতারকচক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৪ অক্টোবর (সোমবার) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তিনজন হলো মো. আতিকুর রহমান ওরফে বাপ্পি (৩২), মোছা. কোহিনুর (৪৩) ও মোছা. নার্গিস নাহার হেলেনা (৫২)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানায়, বোয়ালিয়া মডেল থানার একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে নার্গিস নাহার হেলেনা তার বাসায় ৪-৫ জন ছাত্র-ছাত্রীকে পড়ানোর অনুরোধ করে। এরপর হেলেনা সেই শিক্ষককে ফোন করে শালবাগানে তার বাসায় যেতে বলে। ২ অক্টোবর বিকেলে ওই শিক্ষক শালাবাগান মোড়ে গেলে তাঁকে অপহরণ করে হেলেনার বাসায় নেওয়া হয়। সেখানে জোরপূর্বক ওই শিক্ষকের আপত্তিকর ছবি তুলে অপহরণকারীরা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পেলে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দেয় তারা। ওই শিক্ষক ১৮ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান।

এ ঘটনায় ওই শিক্ষক ডিবি পুলিশকে মৌখিকভাবে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ ৪ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার অলকার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে।