ট্যাপেন্টাডল বড়িসহ গ্রেপ্তার দুই ভাই। ছবি : আরএমপি নিউজ

রাজশাহীতে ট্যাপেন্টাডল বড়িসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খবর আরএমপি নিউজের।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. মাসুদ রানা (২৮) ও মো. রুবেল আলী (২০)। তাঁরা রাজশাহীর দামকুড়া থানার চর মাজারদিয়াড় গ্রামের বাসিন্দা।

আরএমপি জানিয়েছে, শনিবার (২৩ এপ্রিল) বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলেন।

এ সময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় দুই ব্যক্তি ট্যাপেন্টাডল বড়ি বিক্রির জন্য অবস্থান করছেন।

এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল শনিবার বিকেল পৌনে ৪টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের গ্রেপ্তার করে। এ সময় আসামিদের কাছ থেকে ১ হাজার ৩৫০ পিস ট্যাপেন্টাডল বড়ি জব্দ করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে আরএমপির পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তার আসামিরা সম্পর্কে দুই ভাই। ট্যাপেন্টাডল বড়িগুলো নগরীর বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করার জন্য তাঁদের কাছে রেখেছিলেন। আসামিদের নামে মামলা হয়েছে।