রাজশাহীতে জুয়া খেলার অভিযােগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। ছবি: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে অর্থ, তাসসহ জুয়া খেলার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাজমুল হোসেন (২৪), মো. মমিন (২০), মো. সজিব (২০), মো. আনোয়ার হোসেন (২৮), মো. রবিন (২৪), মো. আমিনুল ইসলাম বাবু (২০), মো. পায়েল (২২), মো. ফিরোজ আহম্মেদ (২১) এবং মো. রেজাউল করিম (৫১) ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. রেজাউল হাসান, এসআই মো. রবিউল ইসলাম ও তাঁর দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ওই ৯ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে তাস ও টাকা জব্দ করা হয়।
তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরএমপির কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ, মাদক, জুয়া,ও চোরাচালান নির্মূল করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।