উদ্ধার করা ট্রাক। ছবি: আরএমপি নিউজ

রাজশাহীতে চুরি হওয়া একটি ট্রাক ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহ মখদুম থানার পুলিশ। খবর আরএমপি নিউজের।

আরএমপি জানিয়েছে, রাজশাহীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার মো. আবুল কালামের একটি ট্রাক ৮ জুন রাত আড়াইটার দিকে নগরীর শাহ মখদুম থানার নওদাপাড়ার লালচাঁন মিস্ত্রির গ্যারেজ থেকে চুরি হয়। এ ঘটনায় কালাম শাহ মখদুম থানায় মামলা করেন।

এরপর উপ-পুলিশ কমিশনার (শাহ মখদুম) মুহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় শাহ মখদুম থানা পুলিশের একটি দল চোরাই ট্রাক উদ্ধারসহ চোরকে গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

পরে শাহ মখদুম থানার ওসি মো. মেহেদী হাসানের তত্ত্বাবধানে এসআই মো. আব্দুল মতিন ও তাঁর দলআরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় সিসিটিভি ভিডিও ফুটেজ ও তথ্যপ্রযুক্তি পর্যালোচনা করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ জুন) বিকেল পৌনে ৫টার দিকে রাজশাহীর মোহনপুর থানার খয়রা মোড় থেকে ট্রাকটি উদ্ধার করেন।

আরএমপি আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।