উদ্ধার করা প্রাইভেট কার। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজবাড়ী থানা-পুলিশের তৎপরতায় গাড়ি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজবাড়ী সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।

আসামিরা হলেন ফরিদপুরের সালথা থানা এলাকার মো. মেজবাউল হক (৩৬) ও কোতোয়ালি থানা এলাকার সেলিম হাওলাদার (৪০), যশোরের চৌগাছা থানা এলাকার মো. লিখন মিয়া (৩০) এবং নরসিংদীর শিবপুর থানা এলাকার রিফাত হোসেন (২২)।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর থানা এলাকার সজ্জনকান্দা এলাকা থেকে আসামি মেজবাউলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের আশুলিয়া থেকে সেলিম ও লিখনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, নরসিংদী থেকে রিফাতকে গ্রেপ্তার এবং প্রাইভেট কার উদ্ধার করা হয়।

রাজবাড়ী থানায় করা মামলায় আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।