রাজবাড়ী ডিবির অভিযানে উদ্ধার করা মোটরসাইকেল। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে এক পলাতক আসামির বাড়ি থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে।

জেলার পুলিশ সুপার এম. এম. শাকিলুজ্জামানের দিক নির্দেশনায় এবং তত্ত্বাবধানে জেলা ডিবির অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মে রাত ১২ টা ৪৫ মিনিটে বালিয়াকান্দি থানাধীন বারমল্লিকা গ্রামে অভিযান চালায়। সেখানে পলাতক আসামি আলামিন মোল্লার (৩০) বসতবাড়ি থেকে একটি কালো রঙের টিভিএস এপাচি আরটিআর মোটর সাইকেল, (রেজি নং রাজবাড়ী ল-১১-৩২৬৯) উদ্ধার করে।

চোরাই এই মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা ।

পলাতক আসামি আলামিন একজন পেশাদার মাদক বিক্রেতা এবং চোরাইমোটর সাইকেল কেনাবেচার সিন্ডিকেটের সাথে জড়িত বলে স্থানীয় লোকজন জানায়।

এর আগে ২০২১ সালে ওই আসামি একটি চোরাই মোটর সাইকেলসহ রাজবাড়ী সদর থানা পুলিশের কাছে ধরা পড়েছিল। তার বিরূদ্ধে অপহরণ, ধর্ষণ, মারামারি, মাদক, চোরাই মাল কেনাবেচা সহ আটটি মামলা আদালতে বিচারাধীন আছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

চোরাই মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় বালিয়াকান্দি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।