সদর থানাপুলিশের অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

রাজবাড়ী জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর থানা ও কালুখালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, ডিবি পুলিশের একটি টিম গতকাল বুধবার (২৪ আগস্ট) দুপুর সোয়া ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন খানখানাপুর রেলগেইট এলাকা থেকে মো. রেজাউল হক ওরফে বুধো((৪৫) ও মো. বিল্লাল হোসেন গাজী (৪৫) নামের দুই মাদক কারবারিকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।

গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

কালুখালী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

এদিকে একইদিন বিকেল পৌনে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির আরেকটি টিম রাজবাড়ীর কালুখালী থানাধীন মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে মোছা. অজুফা বেগম(৪২) নামের এক মাদক কারবারিকে ৪ বোতল ফেনসিডিল, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। এসব মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৮৮ হাজার টাকা।

গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।