ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বিপিএম-বার। ছবি: ডিএমপি নিউজ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বিপিএম-বার বলেছেন, বিএনপি ও তাদের সমমনা দলগুলোর অবরোধের নামে নাশকতায় রাজধানীতে ৬৪টি গাড়ি ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধ্বংসাত্মক কার্যক্রম না করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

আজ শুক্রবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার।

তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত ঢাকা মহানগরীতে যতগুলো বাসে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, এদের মধ্যে কেউ যাত্রীবেশে গাড়িতে উঠে বা বাইরে থেকে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় জনগণের সহযোগিতা ও ডিএমপি কর্তৃক ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে বাসে আগুন দেওয়ায় ব্যবহৃত পেট্রল, গান পাউডার, দেশলাই, তুলা ও পুরোনো কাপড় জব্দ করা হয়েছে। এ বিষয়ে রাজধানীর বিভিন্ন থানায় ৬৪টি মামলা করা হয়েছে।