মৌলভীবাজারের রাজনগর থানার অভিযানে গ্রেপ্তার ব্যক্তি। ছবি: পুলিশ নিউজ

মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকায় বড় ভাইকে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ শনিবার ভোরে সিলেটের বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী অফিসার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র হাজরা জানান, গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে তাঁর বাড়ির খড়ের গাদা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুড়াল উদ্ধার করা হয়েছে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস ছালেক জানান, আসামিকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আসামিকে আদালতে হাজির করা হলে তিনি ঘটনার সঙ্গে জড়িত মর্মে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে পারিবারিক কলহের জেরে রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আবদুর রবের ছেলে হোসেন মিয়াকে তাঁর ছোট ভাই মুকিত মিয়া হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় বাবা বাদী হয়ে তাঁর ছোট ছেলের নামে রাজনগর থানায় একটি হত্যা মামলা করেন।