রাজধানীর আদাবর থানা এলাকা থেকে নিখোঁজ তিন বোনকে যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়।

গত বৃহস্পতিবার আদাবর থেকে নিখোঁজ হয় ওই তিন বোন। এ ঘটনায় তাদের খালা সাজিয়া নওরিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরপরই পুলিশের তৎপরতা শুরু হয়।

পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ নভেম্বর (শুক্রবার) যশোর কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর কোতোয়ালি মডেল থানার চাঁদপাড়া পশ্চিমপাড়া থেকে ওই তিন বোনকে উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে ওই তিন বোন বলেছে, ২০১২ সালে তাদের বাবা-মা আলাদাভাবে বসবাসের পর থেকে বাবার সঙ্গে আর তাদের যোগাযোগ করতে দেওয়া হয়নি। ২০১৩ সালে তাদের মা মারা যায়। তাদের ওপর নির্যাতন হতো। এ কারণে তিন বোন পরামর্শ করে পালিয়ে বাবার কাছে চলে আসে।