মৌলভীবাজারে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক, বালিকা) অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার পৌরসভা কাবাডি দল। ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, মৌলভীবাজার জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১৩ নভেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে অংশ নেয় জেলার আটটি কাবাডি দল (বালক)। এ ছাড়া দুটি বালিকা কাবাডি দলও অংশ নেয়।

১৮ নভেম্বর অনুষ্ঠিত ফাইনাল পর্বে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম। বিশেষ অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. শহিদুল হক মুন্সী।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মৌলভীবাজার সদর কাবাডি দলকে হারিয়ে মৌলভীবাজার পৌরসভা কাবাডি দল চ্যাম্পিয়ন হয়। বালিকা দল প্রতিযোগিতায় মৌলভীবাজার সদর বালিকা কাবাডি দলকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে মৌলভীবাজার পৌরসভা বালিকা কাবাডি দল।