রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার আসামিদের কাছ থেকে উদ্ধার ইয়াবা। ছবি: ডিএমপি নিউজ

রাজধানীর শাহজাহানপুর এলাকা ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-লালবাগ বিভাগ (ডিবি)। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার আসামিরা হলেন গ্রীনলাইন পরিবহনের চালক মানিক মিয়া, সৈয়দ আলম ও মো. আলাউদ্দিন। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মার্চ (শনিবার) সকাল সাড়ে নয়টার দিকে শাহজাহানপুর থানার মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে মানিক ও আলমকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল থেকে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছে, তারা পরস্পর যোগসাজশে গ্রীনলাইন পরিবহনের চালক মানিক মিয়ার মাধ্যমে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরে বিক্রি করতো। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা হয়েছে।