রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জব্দ করা ইয়াবা বড়ি। ছবি: ঢাকা মেট্রোপলিটন পুলিশ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খোরশেদ আলম ও মানিক। ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। এ সময় তাঁদের হেফাজত থেকে ৮৮০০ ইয়াবা বড়ি জব্দ করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শামসুল আরেফিন বলেন, শনিবার গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় কতিপয় মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। সংবাদের সত্যতা যাচাই করে ওই দিনই বেলা সোয়া তিনটার দিকে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ খোরশেদ ও মানিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
তাঁদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।