রাজধানীর পলাশী মোড়ে সোমবার স্মার্ট ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। ছবি: বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ উদ্যোগে ‘স্মার্ট ট্রাফিক পুলিশ বক্স’ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে রাজধানীর পলাশী মোড়ে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এ স্মার্ট ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়।

এ ট্রাফিক পুলিশ বক্সে সিসিটিভি কন্ট্রোল রুম, দ্রুতগতির ইন্টরনেট সংযোগ, মনোরম ফুলের বাগান ও পুলিশ সদস্যদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন ও ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বিপিএম।