এক মুদির দোকানে অভিযান চালাচ্ছেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। ছবি : বাংলাদেশ পুলিশ

আইন অমান্য করে পণ্য বিক্রির অভিযোগে দুই দোকানিকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর শান্তিনগরে এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। এ সময় ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য ও সংশ্লিষ্ট থানা-পুলিশ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার জানান, পণ্যের গায়ে মূল্যতালিকা না থাকায় আরিফ জেনারেল স্টোরকে ৫ হাজার টাকা এবং মেয়াদহীন পণ্য বিক্রি করায় বড় ভাইয়া জেনারেল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, খাদ্যদ্রব্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে এই অভিযান চালানো হয় বলে জানান তিনি।