জব্দ করা সরঞ্জাম। ছবি : বাংলাদেশ পুলিশ

কথিত ম্যাগনেটিক কয়েনের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ।

মঙ্গলবার (৪ এপ্রিল) ডিএমপি জানায়, সবুজবাগ থানাধীন মাদারটেক থেকে আসামি মো. দুলাল ফরাজী, সুকদেব মল্লিক ওরফে শুভ ও মো. আলী আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে প্লাস্টিক মোড়ানো দুটি ছোট রোল, পাঁচটি তামার কয়েন, দুটি চুম্বকের টুকরা এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির ১৫টি সার্টিফিকেট জব্দ করা হয়।

গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজিয়া ইসলাম জানান, দেশে-বিদেশে কথিত ম্যাগনেটিক কয়েন বিক্রি করে বিপুল অর্থ মিলবে, এমন প্রলোভন দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন আসামিরা। তাঁদের প্রতারণার শিকার এক ব্যক্তি সম্প্রতি সবুজবাগ থানায় মামলা করেন। সেই মামলার তদন্তকালে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।