রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে প্রাইভেট কারসহ ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানা-পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন আমীর চাঁন ও মো. ফরিদ মিয়া।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, গত রোববার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ভিকটিম প্রাইভেট কার (উবার) চালক কালশী বাসস্ট্যান্ডের সামনে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আসামি আমীর প্রাইভেট কারের সামনে এসে বিমানবন্দর যাবেন কি না, জিজ্ঞেস করলে ভিকটিম রাজি হন। তখন আমীর বলেন, তাঁর সাথে আরও দুজন আছেন। প্রাইভেট কারচালক তিনজন যাত্রী নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা করেন। পথিমধ্যে প্রাইভেট কারের যাত্রীরা বলেন, তাঁদের একজন খিলক্ষেত বাজারের সামনে নামবেন।

প্রাইভেট কারচালক গাড়ি খিলক্ষেত বাজারের সামনে থামালে পেছনের সিটে বসা একজন বলেন, গাড়ির দরজা খুলতে পারছেন না। চালক গাড়ি থেকে নেমে দরজা খুললে পেছনে বসা এক যাত্রী চালককে টান দিয়ে গাড়ির ভেতরে নিয়ে নেন। তাঁদের মধ্যে একজন গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি চালিয়ে বিমানবন্দরের দিকে যাওয়ার চেষ্টা করেন। প্রাইভেট কারের চালক গাড়ির ভেতর থেকে চিৎকার শুরু করেন। সে সময় রাস্তায় চলাচলরত লোকজন চালকের চিৎকার শুনে ধাওয়া করে আমীর ও ফরিদকে গাড়িসহ আটক করেন। পরে খিলক্ষেত থানা-পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় গাড়িসহ দুই আসামিকে নিয়ে থানায় আসেন।

আসামিদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।