রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। ২ নভেম্বর (বুধবার) রাত ১০টার দিকে হাতিরঝিল বড় মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেপ্তার আসামিদের নাম মো. মহসিন ও মো. সুজত আলী।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা জানান, কতিপয় মাদক কারবারি কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপ ভ্যানে করে বড় মগবাজারের দিকে আসছে বলে খবর পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম হাতিরঝিল থানার বড় মগবাজার এলাকার আজিজ অটো পার্টস অ্যান্ড সার্ভিস সেন্টারের উত্তর পাশে অবস্থান নেয়। ২ নভেম্বর রাত ১০টার দিকে একটি পিকআপ দেখে সন্দেহ হলে পুলিশ মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দেয়। এ সময় পিকআপটি রেখে পালানোর চেষ্টা করে মহসিন ও সুজত আলী। পরে তাদের ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। এরপর পিকআপটি তল্লাশি করে ৩৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাতিরঝিল থানায় মামলা হয়েছে।