ছবি : সংগৃহীত

দেশের ১ কোটি ১ লাখ নিম্ন আয়ের পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শোকাবহ আগস্ট মাস উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। খবর সমকালের।

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে মঙ্গলবার (২ আগস্ট) সকাল ৯টায় টিসিবির ডিলারের দোকান থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

১ আগস্ট সোমবার থেকে সারা দেশে একযোগে ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে এ পণ্য বিক্রির কথা ছিল। অধিকাংশ জেলায় ওই দিন শুরু করতে পারেনি টিসিবি।

একজন কার্ডধারী ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল ও ২০ টাকা দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।