গাঁজাসহ গ্রেপ্তার আসামি। ছবি : বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম থানা-পুলিশ সারা রাত অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। ওই সময় মাদক পরিবহনে ব্যবহৃত পাথরবোঝাই ট্রাক, দুটি মোবাইল ফোন ও ৭২১ টাকা জব্দ করা হয়।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুর রশিদের নির্দেশনায় একটি দল ৩১ আগস্ট ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে নন্দীগ্রাম থানাধীন নন্দীগ্রাম পৌরসভার অন্তর্গত ডাকনীতলাস্থ সেলিনা ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিলেন। ভোর ৫টা ২৫ মিনিটের দিকে বগুড়ার দিক থেকে আসা একটি ট্রাক তল্লাশি করে গাঁজা জব্দ করা হয়।

জব্দ করা ট্রাক। ছবি : বগুড়া জেলা প্রতিনিধি

ওই সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন মো. তুহিন আলম (২৫), মো. হাসিবুল ওরফে জাহাবুল (২৩)। তাঁরা পাবনার ঈশ্বরদী থানার দাশুড়িয়া খয়েরবাড়ী এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার আসামিরা জানান, তাঁরা মো. ফারুক হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে গাঁজা কিনে পাবনায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।