রাঙ্গামাটিতে ১ এপিবিএনের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

রাঙ্গামাটিতে ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১ এপিবিএন) অভিযান চালিয়ে ৮০ লিটার মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। রাঙ্গামাটির কোতয়ালি থানা এলাকা থেকে ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. রুবেল (৩৫)।

এপিবিএন জানায়, ১ এপিবিএনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাঙ্গামাটি কোতয়ালি থানা এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৮০ লিটার দেশি মদসহ মাদক কারবারি রুবেলকে গ্রেপ্তার করেছে। তল্লাশির সময় সিএনজিচালক বাসু সেন চাকমা (২৫) কৌশলে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি জানিয়েছে, সে এবং পলাতক আসামি বাসু দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে দেশী মদ সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। পলাতক আসামি বাসুসহ অন্যান্য মাদক কারবারীকে ধরতে ১ এবিপিএনের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।