দর্শনা থানা পুলিশের অভিযানে উদ্ধার করা অস্ত্র গুলি। ছবি: চুয়াডাঙ্গা জেলা পুলিশ

চুয়াডাঙ্গার দর্শনা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি পিস্তল ও একটি গুলি উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুরে দর্শনা পৌরসভা এলাকায় আনোয়ারপুর হঠ্যাৎপাড়া গ্ৰাম থেকে ওই অস্ত্র গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার পুলিশ পরিদর্শক মো. নিরব হোসেন, এসআই রাম প্রসাদ সরকার, এএসআই মো. তুহিন হোসেন, এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন দর্শনা পৌরসভা এলাকায় আনোয়ারপুর হঠ্যাৎপাড়া গ্ৰামে জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের পাশে জংলাময় স্থান থেকে মঙ্গলবার দুপুর একটার দিকে একটি শপিং ব্যাগের ভেতর থেকে ওই অস্ত্র গুলি উদ্ধার করে পুলিশের ওই দলটি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।