চকবাজার থানা মোড় এলাকায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন ডিএমপি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন। ছবি : ডিএমপি

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চকবাজার থানা এলাকায় নির্বিঘ্নে চলাচল, কেনাকাটা ও যানজট নিরসনের লক্ষ্যে কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে চকবাজার থানা মোড় এলাকায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন ডিএমপি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন।

পবিত্র মাহে রমজান সামনে রেখে নগরবাসী যাতে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে, সে জন্য চকবাজার এলাকার যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার পাশাপাশি যানজট নিরসনেও কাজ করবেন কমিউনিটি পুলিশিংয়ের এই সদস্যরা।

চকবাজারে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর ফলে সাধারণ জনগণের ভোগান্তি অনেকটা লাঘব হবে। মানুষ নির্বিঘ্নে চলাফেরা ও তাঁদের সব প্রয়োজনীয় কাজকর্ম করতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এ সময় ডিএমপির চকবাজার জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শফিকুর রহমান, সহকারী পুলিশ কমিশনার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, চকবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইউম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।