ফোন হস্তান্তর করছেন ১০ এপিবিএনের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন। ছবি : বাংলাদেশ পুলিশ

হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বরিশাল ইউনিট।

সোমবার (২৮ আগস্ট) এসব ফোন হস্তান্তর করেন ১০ এপিবিএনের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন।

তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে এসব ফোন উদ্ধার করে ১০ এপিবিএনের সাইবার টিম। হারানো ফোন ফিরে পেয়ে এপিবিএনকে ধন্যবাদ জানান ভুক্তভোগীরা।

অনুষ্ঠানে ১০ এপিবিএনের ডেপুটি কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন পিপিএম (সেবা), সহকারী পুলিশ সুপার (অ্যাডজুটেন্ট) মো. মাহমুদুল হাসান চৌধুরী এবং সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) উজ্জ্বল কুমার দে উপস্থিত ছিলেন।