মাদকসহ গ্রেপ্তারকৃত আসামি। ছবি : আরপিএমপি

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
আজ শুক্রবার (৫ নভেম্বর) তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরপিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আব্দুর রহমান (৩৫)। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পশ্চিম বালাটারী গ্রামের বাসিন্দা।

আরপিএমপি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. সাজ্জাদ হোসেনের অপারেশন পরিকল্পনায় একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তাজহাট থানাধীন ১৫ নম্বর ওয়ার্ডস্থ মডার্ন মোড় থেকে দর্শনা মোড়গামী ট্রাস্ট ফিলিং স্টেশনের পাশে মাদকদ্রব্য কেনাবেচার সময় আসামিকে গ্রেপ্তার করে।

এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পরে গ্রেপ্তারকৃত আসামির সহযোগী মো. মমিনুল ইসলাম (৪০) পালিয়ে যান।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।