রংপুরে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। ছবি: পুলিশ নিউজ

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে রংপুর জেলা পুলিশ।

জেলা পুলিশ লাইনস মাঠে শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী।

ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ হোসেনসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে এসপি বলেন, পুলিশের শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধির জন্য খেলাধুলার বিকল্প নেই।

এবারের বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতায় রংপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ১৬টি দল একক ও যৌথভাবে অংশ নিচ্ছে।

প্রথম দিনের দলগত খেলায় কোতোয়ালি থানা দল গঙ্গাচড়া থানা দলকে ২-০ সেটে পরাজিত করে। অপরদিকে পুলিশ লাইনসের তিস্তা দল করতোয়া দলকেও ২-০ সেটে পরাজিত করে।

একক প্রতিযোগিতায় কোতোয়ালি থানার কনস্টেবল মামুন ও পুলিশ লাইনসের কনস্টেবল আমিনুল জয়ী হন।