এশিয়া কাপ শুরুর তিন দিন হয়েছে। এই তিন দিনে হওয়া দুই ম্যাচে বাংলাদেশ ছিল দর্শকসারিতে। তবে দেরিতে টুর্নামেন্ট শুরু করতে পারায় লাভ হয়েছে সাকিবদের। প্রতিপক্ষের ম্যাচ দেখে ফেলায় গেম প্ল্যান করার একটা সুযোগ পেয়েছেন তাঁরা।

খেলা দেখার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা আফগানদের বিপক্ষে কাজে লাগাতে পারবেন টাইগাররা। সাকিব আল হাসানের নেতৃত্বে ভালো ক্রিকেট খেলে জয়ের প্রত্যাশা সমর্থকদের। খবর সমকালের।

টি-টোয়েন্টিতে দলের নেতৃত্বে সাকিবের তৃতীয় হলেও কোচ শ্রীরামের প্রথম মিশন। এশিয়া কাপে তাই সাকিবের ওপরই পুরোপুরি নির্ভর করতে হচ্ছে কোচকে। একাদশ বেছে নিতে ঘণ্টার পর ঘণ্টা মিটিং হয়েছে টিম ম্যানেজমেন্টের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: হজরাতুল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী, রশিদ খান, আজমাতুল্লাহ ওমারজাই, নাবিন উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।