বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে বিএমপি কমিশনার সাইফুল ইসলাম বিপিএম (বার)। ছবি: বিএমপি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম বিপিএম (বার)-এর।

সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তরুণ প্রজন্ম তথা শিক্ষার্থীদের আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াস হিসেবে সোমবার বেলা ১১টার দিকে এ সভা হয়।

ওই সময় কমিশনার মাদক, ইভ টিজিং, জঙ্গিবাদ, গুজব রটানো, ডিজিটাল ডিভাইস; বিশেষ করে মোবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবতার নিরিখে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিক্ষণীয় ও সচেতনতামূলক ভিডিও কনটেন্টও প্রদর্শন করা হয়।