যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে বন্দুক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন।

স্থানীয় সময় শনিবার (১ জুলাই) দিবাগত রাতে শহরের ব্রুকলিন উপকণ্ঠে একটি ‘স্ট্রিট পার্টিতে’ বন্দুক হামলার ঘটনা ঘটে। খবর এএফপির।

বাল্টিমোরের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার রিচ উরলি এক সংবাদ সম্মেলনে জানান, ঘটনাস্থল থেকে ১৮ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার হয়েছে। এ ছাড়া ২০ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁকেও গুলি করা হয় বলে ধারণা করা হচ্ছে।

বন্দুক হামলায় আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার রিচ উরলি। তিনি বলেছেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলাকারীকে চিহ্নিত করা এবং হামলার কারণ বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।