দুর্ঘটনায় উল্টে যাওয়া ট্রাক। ছবি : সংগৃহীত

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে অভিবাসীবাহী একটি ট্রাক উল্টে ৫৩ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ছাড়া আহত হয়েছে আরও অনেকে।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) চিয়াপাস রাজ্যের তুক্সতলা গুতিয়েরেজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর প্রথম আলোর।

প্রতিবেদনে বলা হয়, লাতিন আমেরিকার দেশগুলোর অভিবাসীরা দারিদ্র্য ও সহিংসতা থেকে মুক্তি পাওয়ার আশায় অবৈধ পথে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর চেষ্টা করে।

পাচারকারীদের খপ্পরেও পড়ে তারা। পাচারকারীদের ট্রাকে উঠে খুব বিপজ্জনকভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করে অভিবাসীরা। ধারণা করা হচ্ছে, এ ধরনের একটি ট্রাকে এ দুর্ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই শহরের কাছের একটি সড়কে বাঁক নেওয়ার সময় উল্টে যায় ট্রাকটি। এতে ৫৩ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ম্যাক্সিকান অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এক টুইটার বার্তায় এ দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি এ ঘটনাকে ‘বেদনাদায়ক’ বলে উল্লেখ করেছেন।