যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি-আমেরিকান নারী হিসেবে বিচারক পদে মনোনয়ন পেয়েছেন নুসরাত চৌধুরী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৮ জন নতুন বিচারক মনোনয়ন দিয়েছেন। তাঁদের মধ্যে প্রথম মুসলিম নারী হিসেবে বাংলাদেশি-আমেরিকান বিচারক নুসরাত চৌধুরী আছেন।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ডেইলি স্টারের খবরে এ কথা জানানো হয়েছে।

খবরে বলা হয়, গতকাল বাইডেন ৮ নতুন বিচারক মনোনয়ন দিয়েছেন। তাঁদের মধ্যে একজন নাগরিক অধিকার আইনজীবী, যিনি ফেডারেল বেঞ্চের প্রথম মুসলমান নারী বিচারক হতে যাচ্ছেন।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন অব ইলিনয়ের লিগ্যাল ডিরেক্টর হিসেবে কর্মরত নুসরাত চৌধুরী নিউইয়র্কের ইস্টার্ন ডিসট্রিক্টের ফেডারেল জজ হিসেবে বাইডেনের মনোনয়ন পেয়েছেন। ব্রুকলিন ও সেন্ট্রাল ইসলিপে এর কোর্টহাউস আছে।
নুসরাত চৌধুরী ২০০৮ থেকে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নে (এসিএলইউ) কাজ করেছেন। সেখানে তিনি রেসিয়াল জাস্টিস প্রোগ্রাম উপপরিচালক পদে ছিলেন।

এই মনোনয়ন নিশ্চিত হলে তিনিই প্রথম বাংলাদেশি-আমেরিকান ও দ্বিতীয় মুসলিম আমেরিকান হিসেবে মার্কিন ফেডারেল জজের পদ পাবেন।