গুলির ঘটনার পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ছবি: এএফপি।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিক শহরে ওয়ালমার্টের একটি স্টোরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী নিজেও নিহত হয়েছেন। হামলার উদ্দেশ্য জানা যায়নি। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশের মুখপাত্র লিও কোসিনস্কি বলেন, ‘দোকানের ভেতরে গোলাগুলি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারী একাই অংশ নেন।’

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্রের কলোরাডো স্প্রিংস এলাকায় সমকামীদের নৈশক্লাব ‘ক্লাব কিউয়ে’ হামলার ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত ও ১৮ জন আহত হন।

উল্লেখ্য, ২০১৯ সালে টেক্সাসের এল পাসো শহরের একটি ওয়ালমার্টে গুলিতে ২৩ জন নিহত হন। সূত্র: আজকের পত্রিকা।