কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ফটকগুলো থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।খবর প্রথম আলো।

কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে স্থানীয় সময় শুক্রবার এমন নির্দেশনা জারি করা হয়।

এএফপি বলছে, দূতাবাসের ওই সতর্কতায় মার্কিন নাগরিকদের বিমানবন্দরের অ্যাবে গেট, পূর্ব গেট, উত্তর গেট ও নতুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংলগ্ন গেট থেকে দ্রুত সরে যেতে বলা হয়েছে।

সতর্কতায় বলা হয়, ‘নিরাপত্তাজনিত হুমকির কারণে আমরা মার্কিন নাগরিকদের কাবুলে বিমানবন্দর ও ফটকগুলো এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছি।’

শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, কাবুলে বিমানবন্দরে মার্কিন নাগরিক ও সহযোগী আফগানরা এখনো হামলার ঝুঁকির মধ্যে রয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার কাবুলে বিমানবন্দরের বাইরে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০। নিহত ব্যক্তিদের মধ্যে ১৩ মার্কিন সেনা রয়েছেন। এ হামলার আগেও সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। হামলার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।