টর্নেডোতে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য কেন্টাকিতে ভয়াবহ টর্নেডোর ছোবলে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যের গভর্নর সাংবাদিকদের বলেছেন, ঝড়ের ফলে দেশের বড় অংশ বিধ্বস্ত হয়েছে। খবর বাসসের।

অ্যান্ডি বেশিয়ার বলেন, ২০০ মাইল বেগে ধাবিত এ শক্তিশালী টর্নেডোতে কেন্টাকির বেশ কয়েকটি কাউন্টি বিধ্বস্ত হয়েছে।

এই দুর্যোগকে কেন্টাকির ইতিহাসে সবচেয়ে মারাত্মক টর্নেডো উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আশঙ্কা করছি প্রাণহানির সংখ্যা ৫০ জনের বেশি। সম্ভবত কোথাও ৭০ থেকে ১০০ জনের বেশি হতে পারে। এটি অত্যন্ত ধ্বংসাত্মক।’

গভর্নর বলেন, মেফিল্ড শহরে একটি মোমবাতি কারখানার ছাদ ধসে ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে।