ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ড. মো. আওলাদ হোসেন এবং ঢাকা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মশিউর রহমান মোল্লা সজলের উপস্থিতিতে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের সমন্বয় সভা। ছবি: বাংলাদেশ পুলিশ

ঈদ-পরবর্তী যানজট নিরসনে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় সভা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগ। উপ-পুলিশ কমিশনার ট্রাফিক ওয়ারী বিভাগের কার্যালয়ের কনফারেন্স রুমে ১৩ এপ্রিল (শনিবার) এ সভা হয়। খবর ডিএমপি নিউজের।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ড. মো. আওলাদ হোসেন এবং ঢাকা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মশিউর রহমান মোল্লা সজল।

ডিএমপি জানায়, ঈদের ছুটির পর ঢাকায় ফেরা মানুষের যাতায়াত স্বস্তিদায়ক করতে এই সমন্বয় সভার আয়োজন করা হয়। ঈদের ছুটি শেষ হয়ে আসায় দু-এক দিনের মধ্যে ঢাকায় ফিরবেন ঘরে ফেরা মানুষ। এই সময়ে পোস্তগোলা, দোলাইরপাড় ও যাত্রাবাড়ীকেন্দ্রিক যানজট যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেই লক্ষ্যে কাজ করবে ট্রাফিক ওয়ারী বিভাগ।

ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ড. মো. আওলাদ হোসেন এবং ঢাকা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মশিউর রহমান মোল্লা সজলের উপস্থিতিতে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের সমন্বয় সভা। ছবি: বাংলাদেশ পুলিশ

সভায় যেসব বিষয়ে আলোচনা হয়, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বড় ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির ঢাকা শহরে প্রবেশ নিষিদ্ধ করা, পোস্তগোলাকেন্দ্রিক বাসের যানজট কমানো, যাত্রাবাড়ীকেন্দ্রিক মাওয়া রোডের বাম লেন পরিষ্কার রাখা, হানিফ ফ্লাইওভারে যাত্রী ওঠানামা না করা, ফ্লাইওভারের ওপর বাস পার্ক না করা, ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য বক্স করা, ফ্লাইওভারের ওপরে জরুরি প্রয়োজনে ট্রাফিক পুলিশ সদস্যরা গমন করলে তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা, ফ্লাইওভারের নিচের জায়গা ট্রাফিক ওয়ারী বিভাগের ডাম্পিংয়ের জন্য ব্যবহারের ব্যবস্থা করা, ভ্রাম্যমাণ কাউন্টার বন্ধে বাস ও ট্রাক মালিক সমিতির সঙ্গে আলোচনা করা।

সভায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম। আরও উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, ট্রাফিক ওয়ারী ও ওয়ারী অপরাধ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।