জব্দ করা গাঁজা। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ (ডিবি)। তাঁরা হলেন মো. সাহাবুদ্দিন, মো. রফিকুল ইসলাম ওরফে হিমেল ও মো. জুয়েল খাঁন। খবর ডিএমপি নিউজের।

যাত্রাবাড়ী থানার গোমতি পেট্রলপাম্পের সামনে থেকে শুক্রবার (১২ আগস্ট) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা মিরপুর জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, মহানগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় সংবাদ আসে, যাত্রাবাড়ী থানার গোমতি পেট্রলপাম্পের দক্ষিণ পাশে বিসমিল্লাহ কনফেকশনারি দোকানের সামনে তিনজন মাদক কারবারি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

গোয়েন্দা পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর সময় ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁদের কাছ থেকে ৯ কেজি গাঁজা জব্দ করা হয়।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার আসামিদের নামে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।