ডিবি পুলিশের হেফাজতে গ্রেপ্তার এক মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

যশোর শহর ও বেনাপোল পোর্ট থানা এলাকায় জেলাপুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৬০ বোতল ফেনসিডিল, ১০০ ইয়াবা, ২ কেজি গাঁজাসহ ৭ জন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তাররা হলেন -বেনাপোল
পোর্ট থানার ৩ নং ঘিবার বিসে আলী (২৮),সাতক্ষীরা কলারোয়া উপজেলার রামচন্দ্রপুর বর্তমানে বেনাপোল পোর্ট
থানার গয়ড়া গ্রামের আছিরন বেগম (৩০), সদরের সুলতানপুর গ্রামের ইমরান হোসেন (৩৮),মথুরাপুর গ্রামের রুবেল হোসেন (৩০),
বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের হৃদয় হোসেন (২০) ,একই গ্রামের মেহেদিহাসান শুভ (২০) ও নড়াপইল জেলার সদর থানার শেখহাটি শেখপাড়া গ্রামের
সরোয়ার শেখ (৫৪)।

জেলা ডিবির ওসি রুপন কুমার সরকার বলেন, ১৬ অক্টোবর দুপুরে যশোরের
বেনাপোল পোর্ট এলাকার মানকিয়া গ্রামের মিনহাজুল ইসলামেরবাড়ির সামনে থেকে বিসে আলীকে ১ কেজি গাঁজা
সহ গ্রেপ্তার করা হয়।একই দিন ওই ঘটনার কিছু সময় পরে যশোরের কোতয়ালী থানাধীনখোলাডাঙ্গা এলাকার পালবাড়ী টু চাঁচড়া গামী মহাসড়কের উপরথেকে আছিরন বেগমকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
১৬ অক্টোবর দুপুরে যশোরের কোতয়ালি থানাধীন চুড়ামনকাটি
রেলক্রসিংয়ের পশ্চিম পাশে চুড়ামনকাটি টু চৌগাছা গামী পাকারাস্তার উপর থেকে ইমরান হোসেন ও রুবেল হোসেনকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

১৬ অক্টোবর রাতে যশোরের বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া এলাকার গাতীপাড়া টু ইছামতি নদী গামী ইটের সলিং রাস্তার উপর
থেকে হৃদয় হোসেন ও মেহেদী হাসান শুভকে ১০ বোতল
ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
এদিকে আজ ১৭ অক্টোবর দুপুরে শহরতলীর কারবালা কবরস্থানের মেইন গেটের
সামনে থেকে সরোয়ার শেখকে ১০০ ইয়াবা
ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে যশোরের বেনাপোল ও কোতয়ালি থানায় মাদক আইনে পৃথক ৬টি মামলা হয়েছে।