পুলিশের হেফাজতে আটক দুই চোরাকারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ঝিকরগাছা থানার পুলিশ চারটি সোনার বারসহ দুজন চোরাকারবারিকে আটক করেছে।

২৯ মার্চ ডিবি যশোরের একটা চৌকস টিম ও ঝিকরগাছা থানা পুলিশের টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানাধীন কীর্তিপুর মোড়ে যশোর-বেনাপোল মহাসড়কে বেনাপোলগামী একটা মোটরসাইকেলের গতিরোধ করে এবং এর চালক মহিবুল ও যাত্রী আলামিনকে আটক করে।

উদ্ধার করা চারটি সোনার বার। ছবি: বাংলাদেশ পুলিশ।

এরপর তাদের গতিবিধি সন্দেহজনক দেখে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে তারা স্বীকার করেন যে, মহিবুলের কোমরে বিশেষ কায়দায় স্বর্ণের বার রক্ষিত রয়েছে। এরপর সাংবাদিক এবং সাধারণ জনগণের উপস্থিতিতে মহিবুলের কোমর থেকে ৪ টা স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব বারের ওজন ৮৮২ দশমিক ৩ গ্রাম। আনুমানিক মূল্য ৮০ লক্ষ টাকা ।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।