ডিবির হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারিদের দুজন। ছবি: বাংলাদেশ পুলিশ।

যশোর জেলা গোয়েন্দা শাখার
(ডিবি) পুলিশের তিনটি সফল অভিযানে ১২০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬ জন মাদক কারবারিকে।

অভিযান-১

যশোর ডিবির একটি চৌকস টিম ২১ জানুয়ারি সন্ধ্যায় কোতোয়ালি থানার পশ্চিম বারান্দি নাথপাড়ায় অভিযান চালিয়ে মওদুদুর রহমান মনা ওরফে রুবেল (৩৫) নামের মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

উদ্ধার আলামতের মূল্য ১৫ হাজার টাকা।

অভিযান-২
একইদিন বিকেল সোয়া পাঁচটার দিকে যশোর ডিবির আরেকটি টিম কোতোয়ালি মডেল থানাধীন ডাকাতিয়া দক্ষিনপাড়া এলাকা থেকে মো. হুমায়ুন কবির মাসুদ (৩৪) ও মো. ফরিদ আহম্মদ (৩৮) নামের দুই মাদক কারবারিকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।

উদ্ধার করা আলামতের মূল্য ১৫ হাজার টাকা।

অভিযান – ৩

২১ জানুয়ারি রাত ৯টার দিকে ডিবি যশোরের আরেকটি চৌকস টিম যশোর কোতোয়ালি মডেল থানাধীন রাজারহাট মোড় এলাকা থেকে মো. জাহাঙ্গীর আলম ডাবলু(৪৪), নয়ন শেখ (১৯) ও সাগর হোসেন (২৩) নামের তিনজন মাদক কারবারিকে
৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

উদ্ধার করা আলামতের মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।

গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এজাহার দায়ের করা হয়েছে।