ডিবি পুলিশের হেফাজতে আটক তিন ব্যক্তি। ছবি: বাংলাদেশ পুলিশ।

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৬০০ হাজার কেজি অবৈধ পলিথিনসহ ৩ জনকে আটক করেছে।

২৫ জুলাই রাতে যশোর জেলার কোতোয়ালি থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- প্রদীপ পাল (৪৪), মো মুন্না (৪৬) ও মো. সোহেল (৩০)।

জেলার পুলিশ সুপার
প্রলয় কুমার জোয়ারদারের, নির্দেশে ডিবি যশোরের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে একটা চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে ২৫ জুলাই দিবাগত রাত ১টা ১০ মিনিটে কোতোয়ালি থানাধীন সিটিপ্লাজা গলিতে অভিযান চালায়। এ সময় সিটি প্লাজার সামনের রাস্তায় একটি কাভার্ড ভ্যান থেকে ৬০ বস্তায় মোট ৪ হাজার ৫০০ কেজি উৎপাদন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে এবং কাভার্ড ভ্যানে থিকা প্রদীপ পালকে আটক করে। এ সময় ওই কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

এরপর প্রদীপ পালের দেওয়া তথ্য অনুযায়ী, কোতোয়ালি মডেল থানাধীন মেড়ো মন্দির রোডের চারতলা সরদার মার্কেটের নিচ তলায় তার ভাড়া নেওয়া গোডাউন ঘর থেকে আরো ২০ বস্তায় ১ হাজার ৫০০ কেজি অবৈধ উৎপাদন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে। এসময় গোডাউনে উপস্থিত মো. মুন্না ও মো. সোহেলকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের প্রক্রিয়াধীন।