যশোর ডিবির অভিযানে গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ২টি সফল অভিযানে ১টি ওয়ান শুটারগান, ২টি গুলি এবং ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

প্রথম অভিযান চালানো হয় গতকাল বৃহস্পতিবার
(২৬ জানুয়ারী)। যশোর ডিবির এসআই মো. শাহিনুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম রাত ১০টার দিকে কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালায়। তারা শংকরপুর বাস টার্মিনালের পাকা সড়কের উত্তর পাশ থেকে মো. কবিরুল ইসলাম ওরফে মিঠুকে (৩৩) ১টি ওয়ান শুটারগান, ২টি গুলিসহ গ্রেপ্তার করে।

এ সংক্রান্তে এসআই (নিঃ)/ মো. শাহিনুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেন।

দ্বিতীয় অভিযান চালানো হয় আজ শুক্রবার (২৭ জানুয়ারি)। ভোররাত সাড়ে ৪টার দিকে ডিবি যশোরের এসআই নিতাই চন্দ্র দাসের নেতৃত্বে একটি টিম বেনাপোল থানার রায়পুর এলাকায় অভিযান চালিয়ে মো. আহসান সরদার (২২) ও মো. জাহাঙ্গীর আলম (২৪) নামের দুই মাদক কারবারিকে ৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে।

উদ্ধার করা গাঁজার মূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা।

দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে।